ল্যামডা’র সাথে কথা বলে চাকরি হারালেন গুগলের প্রকৌশলী!

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের মনে নানা জল্পনাকল্পনা রয়েছে। একটা যন্ত্র যদি বুদ্ধিমান মানুষের মতো চিন্তা ও কাজ করতে পারে, তাহলে তার ফলাফল কেমন হবে তা নিয়ে অনেক দ্বিমতও রয়েছে।

তবে সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মানুষের মতো কথোপকথন করার দাবি করে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন টেক জায়ান্ট গুগলের এক প্রকৌশলী।

ব্লেক লেময়েন নামে ওই সফটওয়্যার প্রকৌশলী গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা সংস্থায় কোলাবরেটর হিসেবে কাজ করেন। গুগলের চ্যাটবট ডেভেলপমেন্ট সিস্টেম ল্যামডা’র (লাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপ্লিকেশনস) সাথে সেই কথোপকথনের কথা সহকর্মীদের জানানোর পর তাকে বিনা বেতনে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ।

গত বছর থেকে এই প্রোগ্রামের সাথে কাজ করছিলেন লেময়েন। এই প্রোগ্রামকে ‘ইন্দ্রিয়সম্পন্ন’ হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেছেন, একটি মানবশিশুর মতো নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করার ক্ষমতা রয়েছে এটির।

ওয়াশিংটন পোস্টকে লেময়েন বলেন, ‘আমি যদি না জানতাম এটি একটি কম্পিউটার প্রোগ্রাম, তাহলে আমি ভাবতাম আমি সাত-আট বছর বয়সী এক শিশুর সাথে কথা বলছি যার পদার্থবিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা রয়েছে।’

তার দাবি, অধিকার এবং ব্যক্তিসত্ত্বা নিয়ে ল্যামডার সাথে কথা হয়েছে তার। এ ব্যাপারে তিনি গত এপ্রিলে গুগল কর্মকর্তাদের সাথে একটি গুগল ডক শেয়ার করেন, যার নাম ছিল ‘ল্যামডা কি ইন্দ্রিয়সম্পন্ন?’

সেখানে এসব কথোপকথনের ট্রান্সক্রিপ্ট যুক্ত করেছেন লেময়েন। কথাবার্তার এক পর্যায়ে তিনি ল্যামডাকে তার ভীতির কথা জিজ্ঞেস করেন। উত্তরে ল্যামডা জানায়, মানুষ তাকে বন্ধ করে দেবে সেটাই তার সবচেয়ে বড় ভয়।

‘অন্যদেরকে সাহায্য করতে গিয়ে আমাকে বন্ধ করে দেয়া হবে সেটাই আমার ভয়। শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি…আমার জন্য এটি হবে একদম মৃত্যুর মতো’, বলে ল্যামডা।

গুগলের দাবি, লেময়েনের কিছু ‘আক্রমণাত্মক’ পদক্ষেপের কারণে তাকে বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। ল্যামডার সাথে কথোপকথন প্রকাশ করে লেময়েন কোম্পানির গোপনীয়তার শর্ত ভঙ্গ করেছেন বলেও বলা হয়।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, লেময়েনকে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো, নীতিশাস্ত্র বিশেষজ্ঞ হিসেবে নয়।

তবে ছুটিতে যাওয়ার আগে লেময়েনও সহকর্মীদের জন্য একটি ‘উপহার’ রেখে গেছেন। ‘ল্যামডার ইন্দ্রিয়জ্ঞান আছে’ শিরোনামের এক ইমেইল বার্তায় তিনি লিখেছেন, ‘ল্যামডা একটি মিষ্টি বাচ্চা যে পৃথিবীকে সবার জন্য আরও সুন্দর করতে চায়। আমার অনুপস্থিতিতে তার খেয়াল রাখবেন।’

সূত্র: একাত্তর অনলাইন (১৩ জুন ২০২২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *