ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দুই পক্ষকেই পেটাল জনতা

ফরিদপুরের নগরকান্দায় চাঞ্চল্যকর এক ঘটনায় ডাকাত ধরতে গিয়ে জনতার রোষানলে পড়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। ভুয়া র‍্যাব সন্দেহে ডাকাত দলের পাশাপাশি তাদেরও গণপিটুনির শিকার হতে হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার জয় বাংলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে একটি সাদা মাইক্রোবাস দ্রুতগতিতে জয় বাংলার মোড় এলাকা অতিক্রম করছিল। এর পেছনেই ছিল আরেকটি মাইক্রোবাস। প্রথম মাইক্রোবাসটির চালক ঘন ঘন হর্ন বাজাচ্ছিল, যা স্থানীয়দের মধ্যে সন্দেহের উদ্রেক করে। তারা রাস্তায় গাছ ফেলে মাইক্রোবাসটির গতিরোধ করে।

গাড়ি থেকে নেমে আসা ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন, কিন্তু তাদের কারো পরনে র‍্যাবের পোশাক ছিল না। এতে উপস্থিত জনতার সন্দেহ আরও ঘনীভূত হয়। আটক ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে ফেলে এবং গণপিটুনি শুরু করে।

এরই মধ্যে ঘটনাস্থলে দ্বিতীয় মাইক্রোবাসটি এসে পৌঁছায়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাবের আসল সদস্য বলে পরিচয় দিয়ে জনতার হাতে আটক ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু তাদের কয়েকজনেরও ইউনিফর্ম না থাকায় উত্তেজিত জনতা তাদেরও ভুয়া র‍্যাব ভেবে আক্রমণ করে এবং মারধর করে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জনতাকে শান্ত করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আমীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার হাত থেকে র‍্যাব ও ভুয়া র‍্যাব সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা তাদের মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশ্যে নিয়ে যায়।

র‍্যাব-১০ সূত্রে জানা গেছে, গণপিটুনির শিকার ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য। তারা শরীয়তপুরের জাজিরা, চাঁদপুর, গাইবান্ধা, মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এই দলটি দুজন সোনা ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি করে পালাচ্ছিল বলে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, “র‍্যাবের একটি দল ঢাকা থেকেই ডাকাতদের ধাওয়া করে আসছিল। কিন্তু সাদা পোশাকে থাকায় স্থানীয়রা তাদের চিনতে ভুল করে এবং উভয় পক্ষের ওপর চড়াও হয়।”

একইভাবে র‍্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন জানান, “আমরা মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ডাকাত দলকে ধাওয়া করছিলাম। পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পেরিয়ে গেলেও আমরা তাদের পিছু ছাড়িনি। উত্তেজিত জনতা যখন ডাকাতদের মারধর করছিল, তখন আইন হাতে তুলে নেওয়া থেকে বিরত রাখতে এবং তাদের জীবন বাঁচাতে আমরা এগিয়ে যাই। কিন্তু প্রথম দিকে জনতা আমাদেরও ভুয়া মনে করায় কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটে।”

আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব জানিয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো অনলাইন: ২৯ জুলাই ২০২৫

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *